চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেন ভ্রমণে অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সতর্ক হওয়ার, রেলক্রসিং ও রেললাইন পারাপার, ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে উন্মুক্ত সভার আয়োজন করেছে রেলওয়ে পুলিশ।
রোববার (১৬ অক্টোবর) সকালে চাঁদপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ উল্লাহ বাহারের সভাপতিত্বে রেলওয়ে স্টেশন এলাকায় এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এসময় তিনি বলেন, নিজের আশেপাশে ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখতে হবে।
সন্দেহজনক মনে হলে বা অবৈধ মালামাল বহন করলে রেলওয়ে পুলিশকে অবহিত করুন। ট্রেনে ভ্রমণরত অবস্থায় অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে রক্ষার জন্য অপরিচিত ব্যক্তির দেওয়া কোন খাবার, পানীয় না খাওয়ার অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, অসংগতভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রেনের ছাদে, বাপারে ও ইঞ্জিনে আরোহন করা থেকে বিরত থাকতে হবে। বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ না করা, ট্রেন স্টেশনে সম্পূর্ণ থামার পর সতর্কতার সঙ্গে উঠা নামা করতে হবে।
নিজ নিজ ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে। টিকেট কালোবাজারিদের থেকে টিকেট ক্রয় থেকে বিরত থাকবেন। টিকেট কালোবাজারি, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করুন। দুষ্কৃতিকারী কর্তৃক নিক্ষিপ্ত পাথরের আঘাত থেকে নিজেকে রক্ষার জন্য ট্রেনের জানালা বন্ধ রাখতে সকলকে অনুরোধ করছি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম, ৭, ৮, ৯ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ। এছাড়াও সভায় স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় দোকানদার, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং স্টেশনে আগত ট্রেনের জন্যে অপেক্ষমান যাত্রীরা উপস্থিত ছিলেন।