বর্ষসেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি

 


প্রথমবারের মতো সেরা ক্লাবকে পুরস্কৃত করেছে ফ্রান্স ফুটবল। শুরুতেই এই পুরস্কার জিতে নিয়েছে ম্যানচেস্টার সিটি।


লিভারপুল ও রিয়াল মাদ্রিদকে হারিয়ে গত মৌসুমের সেরা ক্লাবের তকমা পেয়েছে সিটিজেনরা।


সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ম্যানচেস্টার সিটিকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে ক্লাবটি।

গত মৌসুমে ৯৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় সিটি।


এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় গার্দিওলার দলটি। কিন্তু রিয়াল মাদ্রিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। দারুন ছন্দে থাকায় সেরা ক্লাবের তকমা পেয়েছে তারা।  

ক্লাবটির জার্সিতে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে ছিলেন কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান এই মিডফিল্ডার সেরা ফুটবলারের তালিকায় তিন নম্বরে জায়গা করে নেন। এছাড়া সেরা গোলরক্ষক ক্যাটাগরিতে সেরা তিনে থাকেন ক্লাবটির গোলরক্ষ এদারসন।  

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE