সেরা গোলরক্ষক কোর্তোয়া

 


ফ্রান্সের প্যারিসে আলোঝলমলে রাতে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। ব্যালন ডি’অরের আসরে গত মৌসুমের পারফরম্যান্সের বিচারে তিনি জিতেছেন লেভ ইয়াসিন ট্রফি।


সাবেক রাশিয়ার কিংবদন্তী গোলরক্ষক লেভ ইয়াসিনের নামে এই পুরস্কার দেয়া হয়।


গত মে মাসে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে তিনিই ছিলেন সেরা খেলোয়াড়।

দুর্দান্ত ৯টি সেভ করেছিলেন ৩০ বছর বয়সী গোলরক্ষক; ২০০৩-০৪ মৌসুম থেকে প্রতিযোগিতাটির ফাইনালে যা সবচেয়ে বেশি সেভ করার কীর্তি।

২০২১-২২ মৌসুমে মোট তিনটি শিরোপা জেতে রিয়াল; চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।


সবখানেই দুর্দান্ত অবদান রাখেন কোর্তোয়া।

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE