রিচার্লিসনকে নিয়ে সুসংবাদ পেল ব্রাজিল

 


পায়ের পেশিতে চোট পেয়েছিলেন ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন। এমনকি কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও দেখা দিয়েছিল অনিশ্চয়তা।


তবে ব্রাজিল সমর্থকদের জন্য সুসংবাদ। তার ইনজুরি গুরুতর নয়।

খুব শিগগিরই মাঠে ফিরবেন তিনি।


তিনি বলেন, 'তার (রিচার্লিসন) বিশ্বকাপ মিস করার কোনো সম্ভাবনা নেই। তার ইনজুরির সমস্যা আছে, কিন্তু গুরুতর নয়। আমি আশা করি সে বিশ্বকাপের আগে আমাদের হয়ে খেলবে। '

এর আগে গত শনিবার এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের ৫২তম মিনিটে পায়ের পেশিতে হাত দিয়ে মাঠেই বসে পড়েন রিচার্লিসন। পরে ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে তুলে নেন টটেনহ্যামের কোচ আন্তোনিও কন্তে। এমনকি রিচার্লিসনকে ক্র্যাচে ভর করে হাঁটতেও দেখা গেছে।  

আজ রিচার্লিসনের চোট পরীক্ষানিরীক্ষা করার জন্য স্ক্যান করা হয়। এরপরই আপডেট জানান কন্তে। তবে এরইমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে বুধবারের ম্যাচের দল থেকে ছিটকে গেছেন তিনি।  

আগামী নভেম্বরের শুরুতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ তিতে। এরপর ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। দল ঘোষণার আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশা প্রকাশ করেছেন রিচার্লিসন।  

গত জুলাইয়ে এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে টটেনহ্যামে যোগ দেওয়ার পর ১৩ ম্যাচে ২ গোল করেছেন রিচার্লিসন।  

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE