চমেক হাসপাতালে দুই দালাল আটক

 


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তারা হলেন- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হারলা আমির আলীর বাড়ির নুর মোহাম্মদের ছেলে মো. মইন উদ্দিন (৩২)।


তিনি ন্যাশনাল ফার্মেসির কর্মচারী। বোয়ালখালী উপজেলার কধুরখীল তালুকদার বাড়ির মিলন দে’র ছেলে রয়েল দে (২৭)।

তিনি সিকদার ফার্মেসির কর্মচারী।  

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।


চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, দুপুরে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দালালকে আটক করা হয়েছে। তারা বিভিন্নভাবে রোগীদের হয়রানি করতো।

তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।  

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE