নীলফামারীতে ট্রাক্টর চাপায় সেনা সদস্যের মৃত্যু

 


নীলফামারীর খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা সোনারডাঙ্গায় ট্রাক্টর চাপায় মহিদুল ইসলাম (২৭) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তিনি এক মাসের ছুটিতে বাড়িতে ছিলেন।


সোমবার (১৭ অক্টোবর) দুপুরে মোটরসাইকেলে করে ভুল্লির দিকে যাওয়ার সময় ঘটে এ দুর্ঘটনা।

যানা গেছে, ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মহিদুল।

উদ্ধারের পর নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE