পুলিশ বক্সে হামলা: আরও ৯ রিকশা শ্রমিক রিমান্ডে


 রাজধানীর মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক বক্সে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার ব্যাটারিচালিত অটোরিকশার আরও নয় শ্রমিকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  


রোববার (১৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।


রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জনি ইসলাম, রাসেল মিয়া, সুরুজ কাঙ্গালী, আক্তার, শমসের উদ্দিন, রনি, কালিম, মাসুদ রানা ও শাম।


আসামিদের প্রথম দুজনের দুদিনের ও শেষের সাতজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।


এদিন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের এসআই (নিরস্ত্র) কামাল পাশা আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।


শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ডের আদেশ দেন।  

সিএমএম আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের মামলা জালাল উদ্দিন মীর এ তথ্য জানান।

শনিবার (১৫ অক্টোবর) এ মামলায় ১১ জন রিকশা শ্রমিককে দুদিন করে রিমান্ডে পাঠান অপর একটি আদালত।  


জানা যায়, গত ১৪ অক্টোবর সকালে পল্লবীতে ব্যাটারিচালিত রিকশা মূল সড়কে চলে আসায় দুটি রিকশা জব্দ করে পুলিশ। পরে চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় ১৫০ জনকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা করে পুলিশ।  

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE