বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন। উল্লেখ্য ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলাম গিরি। সম্প্রতি নিজের শেয়ার করা একটি রিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিনি।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের সাথে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। ইনস্টাগ্রামে তার ভক্তসংখ্যা মিলিয়নে কথা বলে, যার সংখ্যা প্রায় ২ মিলিয়নের কাছাকাছি। কয়েকদিন আগে কোন বড় একটি রিসর্টেই সময় কাটাতে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকেই একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন তিনি নিজেই। এই মুহূর্তে নিজের শেয়ার করা সেই সমস্ত ছবি ও ভিডিওর সূত্র ধরেই নেটজনতার একাংশের মাঝে চর্চার আলোয় নীলাম গিরি।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে নীল সুইমিং ড্রেসেই সুইমিং পুলের মিল জলে দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন তার চোখে মুখে আবেদনের ছাপ স্পষ্ট ছিল। সেই কথা অবশ্য উল্লেখ নিষ্প্রয়োজন। শেয়ার করে নেওয়া ছবি ও ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে সেকথা। বলাই বাহুল্য, নীল পোশাকে, নীল জলেই ছড়িয়েছেন উষ্ণতা। পারদ বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার পাশাপাশি ভক্তমহলেও। এই মুহূর্তে অভিনেত্রীর সেই লুকই দৃষ্টি আকর্ষণ করেছে নেটদুনিয়ার। আর সেই সূত্রেই নেটমাধ্যমে পুনরায় চর্চিত ও প্রশংসিত তিনি।
Tags
Viral
#mominexe
ReplyDelete#mominexe
Delete#mominexe
ReplyDelete#mominexe
Delete#mominexe
ReplyDelete#mominexe
Delete#mominexe
ReplyDelete#mominexe
Delete#mominexe
ReplyDelete#mominexe
Delete#mominexe
ReplyDelete#mominexe
Delete