কী ম্যাচ কী করলো নামিবিয়া! শুরুর বিপর্যয় কাটিয়ে শেষে এমন ঝড়ো ব্যাটিং সত্যিই প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ভয় ধরিয়ে দিয়েছে। নিয়মিত উইকেট হারানো নামিবিয়াকে ১৬৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ফ্রাইলিঙ্ক-স্মিট। তাতে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৪ রান।
![]() |
ফ্রাইলিঙ্ক-স্মিট ঝড়ে নামিবিয়া ১৬৩ |
ব্যাটিংয়ে নামা নামিবিয়া শুরুতেই লংকান বোলারদের তোপে পড়ে। তাতে প্রথম ওভারে টেনেটুনে করে ৫ রান। আর দ্বিতীয় ওভার থেকে শুরু হয় উইকেট পড়া। পাওয়ার প্লের ৬ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় মোটে ৩ উইকেটে ৪৩ রান।
তবে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা থামিয়ে দেয়নি নামিবিয়া। জুটি মেরামতের জন্য লড়াই করে যায়। চতুর্থ উইকেটে তাই স্টেফান বার্ড ও অধিনায়ক জেরহার্ড এরাসমাস মিলে স্কোরবোর্ডে ৪১ রান যোগ করেন। যেটা খাদে পড়া নামিবিয়াকে কিছুটা আশা দেখায়।
এরপর এরাসমাস আউট হলেও ফ্রাইলিংকে নিয়ে বার্ড নতুন করে জুটি গড়ার পথে নামেন৷ কিন্তু এবার আর জুটি হয়নি। ২৪ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বার্ড।
বার্ড ফিরে যাওয়ার পর ফ্রাইলিঙ্ক-স্মিট তোলেন ঝড়। যদিও তারা উইকেটে সেট হওয়ার আগে ১০০ রান পার করতেই ৬ উইকেট খোয়া যায় নামিবিয়ার। ২৮ বলে ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। আর ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন স্মিট।
এদিকে নিজের প্রথম তিন ওভারে তিন উইকেট তুলে নেন লংকান মধুশান। একটি করে উইকেট নেন টিকসানা, চামিরা ও করুনারত্নে।