ইনজুরিতে মাদুশঙ্ক, দলে ফিরলেন ফার্নান্দো

বামে বিনুরা ফার্নান্দো, ডানে দিলশান মাদুশঙ্ক


দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন। এমন আশা নিয়েই শনিবার অনুশীলনে নামেন মাদুশঙ্ক। কিন্তু নেটে দ্বিতীয় ওভারটি করতে যাওয়ার সময় চোট পান হাঁটুতে। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলন ছেড়ে চলে যেতে হয় ২২ বছর বয়সী পেসারকে।


ইনজুরির অবস্থা জানতে এমআরআই স্ক্যান করা হয়। সেই রিপোর্ট জানিয়ে দেয় আর বিশ্বকাপ খেলা হবে না মধুশঙ্কর।

এখন মাদুশঙ্কর বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন বিনুরা ফার্নান্দো।

গত আগস্টে এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হশ মাদুশঙ্কর। সেখানে ঝলক দেখান বল হাতে। ৬ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৭৫ রান দিয়ে নেন ৬ উইকেট।

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE