প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধারসহ গ্রেফতার ১



রাজধানীর ভাটারা এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রক্ষিত মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টি পাথরের ১টি মূর্তি উদ্ধারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।  


গ্রেফতার চোরাকারবারি হলেন- মো. আনিছুর রহমান (৫২)।


তার কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর (যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা) উদ্ধার করা হয়।

রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।


 

তিনি জানান, শনিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  


গ্রেফতার আসামি আনিছুর রহমান পাবনা জেলার ভেড়া থানার প্রতাপপুর এলাকার জহুরুল হকের ছেলে।


তিনি জানান, আসামি অবৈধভাবে কষ্টিপাথর কেনা-বেচার বিষয়টি স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কষ্টিপাথর নিজ হেফাজতে রেখে কেনা-বেচা এবং পাচারের কাজে তৎপর বলে স্বীকার করেছেন।  


গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

Post a Comment

Previous Post Next Post
কপিরাইট © 365 Newspaper সর্বস্বত্ব সংরক্ষিত™ | ডিজাইনার MOMINEXE